চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জিল্লুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় রাজানগর ইউনিয়নের রাণীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের খামারিপাড়া গ্রামের নুরুল ইসলাম প্রকাশ লেদুর ছেলে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ অলি জানান, রাণীরহাট বাজার সংলগ্ন রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একদল দুর্বৃত্ত জিল্লুরকে গুলি করে পালিয়ে যায়।
পরে জিল্লুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
বিএ