শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে নতুন বাস


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৫ আগস্ট ২০১৬

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে চালু হচ্ছে নতুন বাস সার্ভিস। শুক্রবার থেকে প্রতিদিন রয়েল কোচ সার্ভিস নামে একটি পরিবহনের দুটি বাস কলকাতার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যাবে।

রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াবেদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের ভাদুঘর বাস টার্মিনালে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। প্রতিদিন পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি করে বাস ছেড়ে যাবে। একইভাবে কলকাতা রয়েল কোচ সার্ভিসের দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

তিনি আরো জানান, প্রতিটি বাসে আসন সংখ্যা থাকবে ৩৪টি। ভাড়া ১৬০০ থেকে ১৮০০ টাকা। কলকাতা যাওয়ার পথে ঢাকা থেকেও যাত্রী উঠানো হবে।

আজিজুল সঞ্চয়/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।