রামগতিতে অপহৃত ৩ জেলে উদ্ধার


প্রকাশিত: ১০:২১ পিএম, ২৫ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অপহৃত ৫ জেলের মধ্যে ৩ জেলেকে উদ্ধার করছে পুলিশ। অপর ২ জেলেকে উদ্ধার এবং জলদস্যুদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে মেঘনা নদীর চরআবদুল্লাহ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন রামগতির সবুজ গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. বাবুল (৫০), আসলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আলাউদ্দিন মাঝি (৩৫) ও সেবাগ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. মুরাদ হোসেন (৪৫)।

রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, অভিযান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। অপহৃত আরো দুই জেলেকে উদ্ধার এবং জলদুস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় মাছ শিকারের সময় পাঁচ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে জলদস্যুরা। বাধা দিতে গেলে দুই জেলেকে কুপিয়ে আহত করে তারা।

এসময় জেলেদের মাছ, চাল-ডাল, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় জলদুস্যরা। পরে মোবাইল ফোনে অপহৃত জেলেদের পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।