রাজবাড়ীতে অস্ত্রসহ আটক ২


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৭ আগস্ট ২০১৬

রাজবাড়ীতে হত্যা ও অপহরণ মামলার আসামি মিনাই (২৫) ও নজির (২৮) কে ১টি ওয়ান শুটার গান ও ২টি কার্তুজসহ আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের অভিযানে জেলার কালুখালী উপজেলার গৌতমপুর বাজার থেকে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত মিনাই পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর এলাকার মিনহাজ এর ছেলে ও নজির একই এলাকার শহর মোল্লার ছেলে।

ডিবি পুলিশের এস আই কামাল হোসেন ভূইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে শ্রমিক হত্যাসহ অপহরণ মামলা রয়েছে।

রুবেলুর রহমান/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।