‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারসহ নিহত ২
বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামাসহ দুই জঙ্গি নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নইলাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামা ও খালেদ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল নইলাপাড়া মোড়ে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিহত হন।
লিমন বাসার/এসএস/এমএস