মেঘনায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধে নৌ-বন্ধন


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৯ আগস্ট ২০১৬

মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর দুই উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হতে চলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ চাঁনপুর বালুচরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার নদী ভাঙন কবলিত এলাকাবাসী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন শেষে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ মিছিল ও নদীতে নৌ-বন্ধন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নদীর মাঝখানে বালু না পেয়ে ইজারাদাররা এখন নদীর পাড়ে অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। এতে করে নরসিংদীর রায়পুরা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিন ইউনিয়নের বেশ কিছু গ্রামের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বিলীন হওয়া ঝুঁকিতে রয়েছে কয়েকশ ঘর-বাড়ি। প্রশাসন ও ইজারাদারদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বরং ইজারাদারদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে নিরিহ এলাকাবাসীকে।

সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকশ মানুষ বালুচরে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রায় অর্ধশত নৌকা দিয়ে মেঘনায় নৌ-বন্ধনের সৃষ্টি করে। এতে করে নদীতে আধা ঘণ্টা জন্য নৌযান চলাচল বন্ধ থাকে। নৌ-বন্ধনে ব্যানার, ফেস্টুন হাতে থাকা ক্ষতিগ্রস্তরা ড্রেজিং বন্ধে নানা স্লোগান দেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।