ছিনতাইয়ের অভিযোগে চার যুবককে গণপিটুনি


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৯ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে প্রবাসীর টাকা ছিনতাইয়ের অভিযোগে চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।   

সোমবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে ছিনতাইকালে তাদের আটক করা হয়।

তারা হলেন- মাসিমপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে জাহেদ (২০), তছলিম জমাদারের ছেলে আরমান (১৯), তোফায়েলের ছেলে রমজান (২১) ও রেজাউলের ছেলে ফারভেজ (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর জেলার ভারগা গ্রামের প্রবাসী জাফর হোসেন রোববার রাত ১০টার দিকে রামগঞ্জে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মাসিমপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জাফরের কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চার ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়। তবে খোরশেদ নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। রাতেই পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। চার ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ছিনতাইকারী খোরশেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।