প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদরাসাছাত্রীকে মারধর


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ আগস্ট ২০১৬

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় লক্ষ্মীপুরে এক মাদরাসাছাত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. রুবেল (২৫) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার চর মনসা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক রুবেল চর মনসা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চর মনসা গ্রামের ইউসুফের বখাটে ছেলে তারেক হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তারেক ও তার বন্ধু রুবেল সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়ি যাওয়ার পথে প্রকাশ্যে মারধর করে।

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে তারেক পালিয়ে যায়। কিন্তু তার বন্ধু রুবেলকে ধরে ফেলে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ বলেন, ছাত্রীকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কাজল কায়েস/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।