সখীপুরে মাদকসেবী যুবকের দুই বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবন, প্রক্রিয়াজাত ও বিক্রির দায়ে উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১ টায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
উজ্জ্বল উপজেলার শোলাপ্রতিমা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম বলেন, বাবার দেয়া অভিযোগে মাদক সেবন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির দায়ে উজ্জ্বলকে দুই বছরের কারাদণ্ড এবং প্রকাশ্যে ধূমপান করার দায়ে মজিবুর রহমানকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসএস/এমএস