মাদক ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিল জনতা


প্রকাশিত: ০১:২৭ পিএম, ৩১ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার বিকেলে এক মাদকবিরোধী সমাবেশ শেষে বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়।

বিকেল ৪টায় শিমরাইল কান্দি এলাকাবাসীর ব্যানারে স্থানীয় মসজিদে ফাতাহ মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমানে দেশে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের কারণে ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে রয়েছে। তাই সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সমাবেশে সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমানসহ শিমরাইল কান্দি ও কান্দিপাড়া এলাকাবাসী উপস্থিত ছিল। পরে সমাবেশ শেষে উত্তেজিত জনতা মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।