শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০১৬

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে কলেজের শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে ওই ছাত্রীর সহপাঠীরা।

শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিকের ৫ম সেমিস্টারের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে কলেজের শিক্ষক আব্দুর রহিম একাধিকবার ধর্ষণ করেছে। পরে ওই শিক্ষক ধর্ষণের অশ্লীল ভিডিওচিত্র মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।

ঘটনা জানাজানি হওয়ার একপর্যায়ে ওই ছাত্রী বুধবার সকালে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের দরজা-জানালা ভাঙচুর করে।

Tangail

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে।

বিষয়টি তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায় বলে জানান ওসি নাজমুল হক।   

এ ব্যাপারে পলিটেকনিকের অধ্যক্ষ লুৎফর রহমান জানান, ঘটনাটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আইন সবার জন্যই সমান। অভিযুক্ত শিক্ষককে দ্রুত বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।