আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত : বাসে অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় কুলসুম বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বগইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বগইর এলাকার আইয়ুব আলী মিয়ার মেয়ে।
হাইওয়ে ও থানা পুলিশ জানায়, বিকেলে মহাসড়ক পারাপারের সময় বগইর এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাতক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর