ঢাকা রেঞ্জের ডিআইজির দৌলতদিয়া ঘাট পরিদর্শন


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে রো রো ফেরি কপোতীতে দৌলতদিয়া ৪ নম্বর ঘাটে আসেন তিনি। এ সময় তিনি ভাঙনকবলিত ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ডিআই ওয়ান জহুরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।