নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাবেদ উদ্দিন সুজনকে (৩৫) গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় তার দুই সহযোগী ইমাম উদ্দিন ইমাম (২৭) ও রাসেলকে (২৫) গ্রেফতার করা হয়।
সোমবার ভোর পৌনে ৪টার সময় উপজেলার কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার আটক করা হয়।
আটকরা হলেন- কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যান বাড়ির মজিবুল হকের ছেলে জাবেদ উদ্দিন সুজন, রেহান আলীর বাড়ির নোনা মিয়ার ছেলে ইমাম উদ্দিন ইমাম এবং হাজী পেচু মিয়ার বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে রাসেল।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নের্তৃত্বে র্যাবের এক দল সদস্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাবেদ উদ্দিন সুজনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়।
পরে সুজনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচায় গোঁজা অবস্থায় দুই রাউন্ড গুলি ভর্তি ম্যগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল এবং ইমামের কাছ থেকে দেশীয় ধারালো বড় ছোরা ও রাসেলের কাছ থেকে দুটি দেশীয় ধারালো চাপাতি উদ্ধার করে।
আটকদের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মিজানুর রহমান/এসএস/এমএস