আজও পুরোপুরি সচল হয়নি দৌলতদিয়া ফেরিঘাট


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

পদ্মা নদীর তীব্র স্রােত আর ভাঙনে গত এক মাসের অচলাবস্থা কাটিয়ে আজও পুরোপুরি সচল হয়নি দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট।

চারটি ফেরিঘাটের দুটি ঘাট দিয়ে চলছে পারাপার। এমন অবস্থা থাকলে ঈদে ঘরমুখো যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, এ অচলাবস্থা কাটিয়ে ঈদের আগেই চারটি ঘাট প্রস্তুতের জন্য  চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল জানান, তীব্র স্রােতের কারণে দৌলতদিয়া চারটি ঘাট ভাঙনকবলিত, তবে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। এ জন্য বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিন্তু এদের সমন্বয়ের অভাবে মেরামত কাজ দ্রুত হচ্ছে না। ঈদের আগে জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামত করে ঘাটগুলো সচলের দাবি জানান তিনি।

RAJBARI

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে পারাপার চলছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে গরুর ট্রাকগুলো পারাপার করা হচ্ছে এবং ৩ নম্বর ঘাটে চলছে মেরামত কাজ ও ২ নম্বর ঘাটটির মেরামতের প্রস্তুতি চলছে।

এদিকে নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এছাড়া রাজবাড়ী দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ৪ শতাধিকের বেশি যানবাহন। এ রুটে ১৪টি ফেরি চলাচল করলেও ঘাট সমস্যার কারণে সবগুলো চলতে পারছে না বলে জানান এ কর্মকর্তা।
 
বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। মেরামত করে ঘাট চালুর পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবার ভাঙছে। ঈদের আগেই সব ঘাট সচল করার চেষ্টা করা হচ্ছে।

রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নদী ভাঙনের কারণে ফেরিঘাটগুলো পুরোপুরি সচল হচ্ছে না। কখনো ১-২টা, কখনো ৩টা আবার সাময়িকভাবে সবগুলো ঘাট বন্ধ থাকে। ঈদে বাড়ি ফেরা যানবাহন ও জনগণের কোনো সমস্যা হবে না। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।