রাজবাড়ীতে ধরা পড়লো ১২ কেজি ওজনের কাতল


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় স্থানীয় মৎস্য শিকারির জালে সাড়ে ১২ কেজি ওজনের কাতল ধরা পড়েছে। বুধবার দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া মাঝ নদীতে মৎস্য চাষী সামছুল হকের জালে এ মাছটি ধরা পড়েছে।

দৌলতদিয়া ইউনিয়নের জেলে সামছুল হক জানান, বুধবার দুপুর ১২টার দিকে পদ্মায় জাল ফেলে মাছটি শিকার করেন তিনি। এরপর দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান সম্রাট এবং নুরুল ইসলামের কাছে মাছটি ১ হাজার ২৩৫ টাকা কেজি হিসাবে বিক্রি করেন।  

মাছ ব্যবসায়ী মো. শাজাহান সম্রাট জানান, সামছুল হকের কাছ থেকে মাছটি ১ হাজার ২৩৫ টাকা দরে কিনে সামান্য লাভের আশায় ১ হাজার ২৮০ টাকা দরে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভালো এবং বড় মাছ কিনতে হলে তার মোবাইল নম্বর ০১৭১১-০৫০৯৩৯ এ যোগাযোগ করার জন্য বলেছেন।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।