বিচারকের প্রত্যাহার দাবিতে আদালত বর্জনের ঘোষণা


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ার যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক সুরুজ সরকারের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী বার সমিতি। ১৫৬ জন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেলে এক তলবী সভায় আদালত বর্জনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আবেদনকারী আইনজীবীরা জানান, বিচারকের স্বেচ্ছাচারিতা ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিকার চেয়ে তারা ১৫৬ জন আইনজীবী বগুড়া বার সমিতিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেল ৪টায় বার সমিতির সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে গওহর আলী ভবনে তলবী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বার সমিতির সাধারণ সম্পাদক শেখ রেজাউর রহমান মিন্টু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য রেজাউর রহমান মিন্টু, বগুড়া আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বগুড়া আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক শেখ রেজাউর রহমান মিন্টু জানান, তলবী সভার সিদ্ধান্তের রেজুলেশন কপি আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতি বরাবর পাঠানো হবে। বিচারক সুরজ সরকারকে বগুড়া থেকে প্রত্যাহার না করা পর্যন্ত তার আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

আলেচনা শেষে বিচারক সুরুজ সরকারের প্রত্যাহার চেয়ে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।