দৌলতদিয়া ফেরিঘাটে গরুর ট্রাকসহ শতশত যানবাহন আটকা
দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট লেগেছে। নদীর পারে আটকা পড়েছে গরুবাহী ট্রাকসহ শতশত যানবাহন। ঘাট সমস্যা ও ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে ঢাকা থেকে আসা ঘরমুখো ও ঢাকামুখী মানুষ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর চারটি ফেরিঘাট সচল হলেও আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঙনের কারণে ৩ নম্বর ঘাটটি বন্ধ হলেও ২টার দিকে আবার চালু করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১, ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করলেও ৩ নম্বর ঘাটে নেই কোনো যানবাহন ও ফেরি। প্রচণ্ড স্রোতের কারণে ৩ নম্বর ঘাটের পন্টুনের নিচের মাটি সরে যাওয়ায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে স্রোতের কারণে ২ নম্বর ঘাটের ফেরি চলাচল ব্যহত হচ্ছে।
এদিকে ঘাট সমস্যা ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হওয়ায় শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গোয়ালন্দ উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে ঢাকামুখী শতশত গরুবাহী ও পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস। 
অপরদিকে লোকাল বাস ও পরিবহন সঠিক স্থানে যেতে পারছে না যানজটের কারণে। এ জন্য ঢাকা থেকে ফেরা ঘরমুখো যাত্রী ও ঢাকামুখী যাত্রীরা বাস থেকে নেমে তাদের মালামাল ও পরিবার নিয়ে হেঁটেই রওনা হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, ৩ নম্বর ঘাটটি স্বল্প সময়ের জন্য বন্ধ থাকলেও ২টার দিকে আবার চালু করা হয়েছে। এখন দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট চালু আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাটের চারটি ঘাট-ই চালু আছে। তিন নম্বর ঘাটটি পরীক্ষামূলকভাবে চলছে। আমরা আশা করছি এ নৌ-রুটের ১৮টি ফেরির ১৬টি ফেরি চলাচলের মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পৌঁছাতে পারবে বাড়িতে।
রুবেলুর রহমান/এমএএস/এমএস