বগুড়ায় নৈশপ্রহরীকে খুন করে মালামাল লুট


প্রকাশিত: ১০:৩০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ার কাহালুতে নৈশপ্রহরীকে খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মালঞ্চা ইউনিয়নের বাফোহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরী আবুল কালাম আজাদ (৫০) একই উপজেলার পাতাহার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

জানা গেছে, এলাকার জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির গভীর নলকূপ পাহারার দায়িত্ব পালন করছিলেন আবুল কালাম আজাদ। শুক্রবার মাঝরাতে তিনি পাহারা শেষে গভীর নলকূপের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরপরই দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সেখান থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যায়।

সকালে আবুল কালাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নলকূপের ঘরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে গত ২৬ আগস্ট রাতে কাহালু উপজেলার মুরইল এলাকায় রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে নৈশপ্রহরীকে হত্যা করে ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো আসািদের গ্রেফতার এবং মালামাল উদ্ধার করতে পারেনি।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গভীর নলকূপের ঘরে নৈশপ্রহরীকে হত্যা করে কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

লিমন বাসার/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।