পাংশায় অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেফতার


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

রাজবাড়ী পাংশায় একটি ওয়ান শুটারগান ও কার্তুজসহ মুকুল মন্ডল নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ভোরে উপজেলার মৌরাট ইউপির জীবননালা এলাকা থেকে তাকে অাটক করা হয়। অাটক মুকুল পাংশা উপজেলার মৌরাট ইউপির জীবননালা এলাকার বিশে মন্ডলের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাংশার মৌরাট ইউপির জীবননালা এলাকায় চরমপন্থী সদস্যরা মিটিং করছিল। এসময় সেখানে অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও গুলিসহ চরমপন্থী মুকুলকে অাটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।