ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
টাঙ্গাইলের সদর উপজেলার বাঘিল ইউনিয়নের পাইকমুড়িল গ্রামের নুরানি মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে মাদরাসার কক্ষে এ ঘটনা ঘটে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির চাচি রুমি বেগম বলেন, প্রতিদিনের মতো শিশুটি মাদরাসায় পড়তে যায়। এ সময় শারমিনকে ওই শিক্ষক একটি রুমে নিয়ে যায়। পরে রক্তক্ষরণ হলে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ওষুধ খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
রাতে তার অবস্থার অবনতি হলে ঘটনা জানাজানি হয়। পরে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
শিশুটির দাদি রুপবানু বলেন, আমারা গরীব মানুষ। এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে তার উপযুক্ত বিচার চাই।
টাঙ্গাইল মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ রেহানা পারভিন বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি