ঘাটাইলে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৭ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে সমাবেশের ডাক দেয়ায় টাঙ্গাইলের ঘাটাইলের পেঁচারহাটা বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ সকল আসামির বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় পেঁচারহাটা বাজারে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশে ডাক দেয়।

অন্যদিকে, সংসদ সদস্য রানার সমর্থকরা একই সময়ে তার মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেন।

ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য হেকমত সিকদার জানান, সংসদ সদস্য রানার বিচারের দাবিতে গত দুই দিন আগে সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে, শুক্রবার সকালে সংসদ সদস্য রানার সমর্থকরা একই সময়ে সমাবেশের ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেঁচারহাটা বাজারে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শাহিন। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।