মেঘনায় গরুবাহী ট্রলার ডুবে নিখোঁজ ৪


প্রকাশিত: ০৯:০০ পিএম, ১১ অক্টোবর ২০১৬

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গরুবাহী ট্রলার ডুবে চারজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ট্রলারে থাকা ১০টি গরুও ডুবে মারা গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমোজা বাজার থেকে প্রায় ২০ জন গরু ব্যাপারী ট্রলারযোগে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি আসছিলেন। পথে আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা গরু ব্যবসায়ীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় চারজন এবং ট্রলারে থাকা ১০টি গরু পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজাদ সাংবাদিকদের জানান, গরুবাহী ট্রলার ডুবে চারজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন উপজেলার বাহেরচরের আনোয়ার মিয়া, আব্দুল্লাহপুরের আবদুল হক, ফরিদ মিয়া ও মেহেরনগরের খলিল মিয়া।

সঞ্জিত সাহা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।