রংপুরে বোয়াফের মানববন্ধন


প্রকাশিত: ১০:২২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ রংপুর জেলা শাখা মানববন্ধন করেছে।

সোমবার সকাল সাড়ে দশটায় রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দীকি রনি, ছাত্রনেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান সাগর, আমিনুল ইসলাম, মওদুদ ইসলাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রংপুর নাট্য নিকেতন, শঙ্কচিল, উত্তরণ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সোনার বাংলা ও স্বাধীনতার পক্ষে বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলাম ও তাদের সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবিরের মদদে খালেদা জিয়া পরিচালিত। বেগম খালেদা জিয়ার নিজস্ব কোনো অবস্থান না থাকার কারণে তিনি জামায়াতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষে একের পর এক মানুষ পুড়িয়ে হত্যা করছে।

মানববন্ধনে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ রংপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন লাভলু, সাধারণ সম্পাদক এস.এম সাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আল-নাইম আহমেদ (ঢালী) উপস্থিত ছিলেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।