খুলনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৬ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প বিষয়ে পর্যালোচনা সভা আজ রোববার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার এনডিসি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতাসমূহ নিরসনে সভায় বিস্তারিত আলোচনা হয়। ‘দূষণে মরে যাচ্ছে ময়ূর নদীর মাছ’ সংক্রান্ত প্রতিবেদনের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এর কারণ খুঁজে বের করে সমাধানের জন্য পরিবেশ অধিদফতর, এলজিইডি এবং খুলনা সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন।
 
শিক্ষা প্রকৌশল অধিদফতরে ২০১১ সালে গৃহীত প্রকল্পের আওতায় খুলনা কৃষি ইনস্টিটিউট এবং পাইকগাছা কৃষি কলেজ প্রতিষ্ঠার কার্যক্রমে কোনো অগ্রগতি না থাকায় তিনি এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ জানায়, কপোতাক্ষ নদের উপর পাইকগাছা উপজেলার গোয়ালিয়া নামক স্থানে এপ্রোচের কাজ ছাড়া সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।

১৮ মাইল থেকে দক্ষিণ বেদকাশি পর্যন্ত প্রতিশ্রুত প্রকল্পের ৮৪ কিলোমিটার রাস্তার একাংশে মিনাজ নদীর উপর পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি সংস্কার না হওয়ায় কাজ এখনও সম্পন্ন যায়নি। বাঁধ সংলগ্ন দুই লাখ এলাকাবাসীর সুরক্ষায় অচিরেই এটি সংস্কারের গুরুত্ব তুলে ধরেন কয়রার ইউএনও।
 
সওজ জানায়, দিঘলিয়া উপজেলার সঙ্গে খুলনার সরাসরি সংযোগে ব্রিজ নির্মাণের কাজ অচিরেই শুরু হচ্ছে। এছাড়া শ্রীফলতলা-তেরখাদা সড়ক এবং নলিয়ান-গল্লামারী সড়কের অগ্রগতি বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

ড. নমিতা হালদার খুলনাতে আধুনিক রেলস্টেশন নির্মাণের ৭২ শতাংশ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ে বাকি কাজ সম্পন্ন করতে উচ্ছেদ কার্যক্রম দ্রুত শেষ করে রিপোর্ট দিতে বলেন। এছাড়া খুলনা-মংলা রেললাইনের  জন্য জমি অধিগ্রহণে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সভায় খুলনার কৃষ্ণনগর মৌজাতে বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়, লবণচরাতে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় এবং কেডিএ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর ভবন নির্মাণের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি তৃণমূল পর্যায়ে ডাক্তারদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করণে নিয়মিত সমন্বয় সভা করা এবং উপজেলা নির্বাহী অফিসারদের সভার সিদ্ধান্ত সরকারকে জানানোর নির্দেশ দেন।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতান আলমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, সিভিল সার্জন, পরিচালক পরিবেশ, কৃষি সম্পসারণ অধিদফতরের উপপরিচালক, কেডিএর সচিব, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, কেসিসি প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যরা

আলমগীর হান্নান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।