খানসামায় চার শিক্ষকের দণ্ড


প্রকাশিত: ০২:২৪ পিএম, ০১ নভেম্বর ২০১৬

দিনাজপুরের খানসামায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল রাখার অভিযোগে চার শিক্ষককের প্রত্যেককে ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ দণ্ডাদেশ দেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান জানান, জেএসসি পরীক্ষা চলাকালে উপজেলার জমির উদ্দিন শাহ মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে নিউ পাকের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আফজাল হোসেন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাইউদ্দিন ইসলাম, আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়কে কেন্দ্রের ভেতরে মোবাইলসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৮০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।