নাসিরনগরে তাণ্ডবের ফুটেজ দেখে যুবক গ্রেফতার
পবিত্র কাবা শরীফ অবমাননাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘর-বাড়িতে চালানো তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিউদ্দিন আহমেদ ওরফে বেলাল (৩০) উপজেলার চাপরতলা পশ্চিমপাড়া এলাকার মৃত আবদুল্লাহ্ মিয়ার ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হামলার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে মহিউদ্দিনকে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।
এদিকে ঘটনা তদন্তে পুলিশ সদর দফতর থেকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যেই তাদের তদন্ত কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে যান।
কমিটির বাকি সদস্যরা হলেন, পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান ও ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতার) রাজন কুমার দাস।
এ কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক দায়দায়িত্ব নিরূপণ ও মতামত এবং সুপারিশসহ ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস