নাসিরনগরের ঘটনায় সরকারের ব্যর্থতা রয়েছে
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে। আমরা চাই সব ধর্মের মানুষ নিরাপদে বাংলাদেশে থাকুক।
রোববার বেলা সোয়া ১১টার দিকে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, নাসিরনগরে হামলার ঘটনায় আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে প্রশাসনিক দুর্বলতা। দেশে রাজনীতি না থাকলে, মানুষের সম্মান না থাকলে, প্রতিবাদের ক্ষমতা না থাকলে প্রশাসন অথর্ব্য হয়ে যায়। আমরা এর প্রতিকার চাই।
তিনি আরো বলেন, ভারতের সঙ্গে এতো বন্ধুত্ব থাকলে একটি সম্প্রদায় এতো নির্যাতিত হবে কেনো? হাজার বছর আগেও
আমাদের এমন সম্প্রদায়িক রেষারেষি ছিল না।
নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বেসরকারি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি আরো বলেন, হামলার সম্পৃক্ততার অভিযোগে তিন আওয়ামী লীগ নেতা বহিষ্কার হওয়ায় বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, তাই ঘটনায় আওয়ামী লীগ জড়িত।
দলগতভাবে আওয়ামী লীগকে ব্লেইম দেয়ার কোনো অর্থ হয় না, নিশ্চয়ই আওয়ামী লীগের নেতারা জড়িত থাকতে পারে হয়তো বিএনপির নেতারাও জড়িত থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতালীগের একটি প্রতিনিধি দল নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শন করেন।
এদিকে, মনির ভাঙচুর এবং ঘর-বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি