নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়।
নাসিরনগর সদর উপজেলার কাশি পাড়ার ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে ৩ বান্ডিল করে টিন, নগদ নয় হাজার টাকা, হরিপুর ইউনিয়নের ১৬টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা এবং সদরের আরো ২৩টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। নাসিরনগরের পরিবেশ আগের মতো শান্ত হয়ে এসেছে। আশা করছি নাসিরনগরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটি আবারও ফিরে আসবে।
আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস