নাসিরনগরে হামলাকারীরা কোনো ধর্মের নয় : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলা চালিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা বিশ্বাস করে না। এরা কোনো ধর্মের লোক নয়। এসব লোক হচ্ছে খুনি, দুষ্কৃতকারী ও লুটেরা। জনগণকে সঙ্গে নিয়ে এদের হাত ভেঙে দেয়া হবে।

বুধবার বিকেলে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনে আসে। পরিদর্শন শেষে স্থানীয় গৌরমন্দিরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ ও শেখ হাসিনার সরকারকে ছোট করতেই নাসিরনগরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নাসিরনগরের মানষুকে ছোট করেছে। তবে হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারাই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মনে রাখবেন আমরা ক্ষমতায় আছি। ছোট্ট একটি ঘটনা আমাদের দুর্নাম করে দিতে পারে। তাই যারা অবহেলা করবেন, তারা কেউই চাকরিতে থাকতে পারবেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাসিরনগরের ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। যেটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি সহায়তা দেবে সরকার।

সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলতেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। সরকার বঙ্গবন্ধুর খুনিদের এবং যুদ্ধাপরাধীদের ছাড় দেয়নি। নাসিরনগরে হামলাকারীদেরও ছাড় দেবে না।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহদৎ হোসেন, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।