খালেদা যে ডাল ধরে সেই ডালই ভেঙে পড়ে : নাসিম


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১১ নভেম্বর ২০১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে ডাল ধরেন সেই ডাল ভেঙে পড়েন। আর শোকে ব্যথায় কেঁদে বুক ভাসান। আর মাঝে মাঝে উন্নয়নের ধুয়া তুলে দেশকে অকার্যকর করার নকশা আঁকেন। তার এই নকশা জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তি চায় বলেই এসব অপপ্রচারে মন না দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইলে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে এমন মন্তব্য করে নাসিম বলেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে সরকার দলীয় একজন সংসদ সদস্যকেও জেলে যেতে হয়েছে।

সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল এম এ মুহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা প্রমুখ।

এর আগে মন্ত্রী প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে গান্ধাইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তিনতল ভবন উদ্বোধন করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।