সিরাজগঞ্জে দুই ইউনিয়নে আ.লীগের জয়


প্রকাশিত: ০৩:১২ এএম, ১৩ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের স্থগিত দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের আব্দুল আলীম ভুঁইয়া ও বেলকুচির বড়ধুল ইউনিয়নের আছির উদ্দিন মণ্ডল।

শনিবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার সাতটি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকিগুলোতে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।