ফরিদপুরে মহান শহীদ দিবস পালিত


প্রকাশিত: ০৬:১১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ফরিদপুরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শনিবার
একুশের প্রথম প্রহরে সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জেলা প্রশাসক সরদার সরাফত আলী পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ফরিদপুর পৌরসভা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রভাত ফেরি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রভাফেরি কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা, ভাষা সৈনিক সংবর্ধনা ও তিনদিনের বই মেলার উদ্বোধন করা হয়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।