‘হাফপ্যান্ট পরা বাহিনীই নাসিরনগরে হামলা করেছে’


প্রকাশিত: ১০:৪১ এএম, ১৪ নভেম্বর ২০১৬

ট্রাকে আসা হাফপ্যান্ট পরা বাহিনীই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা করেছে বলে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। ১৪/১৫টি ট্রাকে ১৫ থেকে ২০ বছর বয়সী এসব হামলাকারী মাধবপুরের দিক থেকে এসেছিল। এসব হামলাকারীকে খুঁজে বের করার দাবি জানান নেতারা।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আহলে সুন্নাতের নেতারা।

লিখিত বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, আহলে সুন্নাতের কর্মীরা সেখানে হামলা করেনি। স্থানীয় সংখ্যালঘুরাই তা স্বীকার করেছে। হামলার শিকার কেউই এখন ভয়ে মুখ খুলছে না। স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রীর মধ্যেও কোন্দল রয়েছে। সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান। এ ঘটনার প্রতিবাদে আগামী ১৯ জানুয়ারি ও ১১ মার্চ পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা আবদুল মতিন, শ উ ম আবদুস ছালাম, জুলফিকার আলী, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, মোদাচ্ছের হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবন মুছা/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।