সুন্দরগঞ্জ পৌর মেয়র পদে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ মার্চ ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল্লাহ আল মামুন নারিকেল গাছ প্রতীকে ৩ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি সমর্থিত মশিয়ার রহমান জগ প্রতীক নিয়ে ২ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ভোটে দ্বিতীয় স্থানে অবস্থানকারি মশিয়ার রহমান ছাড়া অন্যান্যরা সবাই আওয়ামী লীগ সমর্থক।

নবনির্বাচিত মেয়র আব্দুল্লাহ আল মামুন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমানে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের কোনো প্রার্থী ছিল না। নির্বাচনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের মাসুদ-উল-ইসলাম চঞ্চল মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ২৭১, আহসানুল করিম চাঁদ চামুচ প্রতীকে ১৫৯ ও গোলাম আহসান হাবীব মাসুদ রেল ইঞ্জিন প্রতীক নিয়ে ৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ হাজার ৩১০ জন। মোট ভোট কাস্ট হয়েছে ৮ হাজার ৪টি। ভোটদানের হার ৬৫ দশমিক ০২ (৬৫.০২)।

উল্লেখ্য, জামায়াত নেতা সুন্দরগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু নাশতকাসহ বিভিন্ন অনিয়মের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত হওয়ায় পদটি শুন্য হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ নির্বাচনের আয়োজন করে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।