সালথায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৫ মার্চ ২০১৫

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জবেদ আলী বাউষখালী গ্রামের মৃত কোহেল উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউষখালী গ্রামের জবেদ আলী সাথে তার চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে জবেদ আলীর সঙ্গে খলিলের কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে জবেদ আলী গুরুতর আহত হয়। তাকে মোকসেদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এসময় আয়ুব আলী (৩২), ওয়াহাব (৪৫), রুকু শেখ (৩০), আবেদ আলী (৩৭) ও সম্রাট শেখসহ (২৫) ১০ জন আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, সংঘর্ষে জবেদ আলী এক কৃষকের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।