লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ১১:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কবির হোসেন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার কালা মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মাছ ব্যবসায়ী কবির হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কাজল কায়েস/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।