নাগরপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মিরাজ মিয়া নামের পাঁচ বছরের এক শিশুর  মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চর ডাংগা পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে মিরাজ (৫) বাড়ির সামনে পাকা রাস্তায় খেলা করছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

এ ব্যাপারে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওসিন জাহান জানান, স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই শিশুটির মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।