ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ সড়কে চলাচলরত যাত্রীরা।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র যানজটের খবর পাওয়া যায়।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মহান বিজয় দিবসের ছুটি শেষে উত্তরবঙ্গের জেলাগুলোর চাকরিজীবীসহ সাধারণ মানুষ রাজধানীমুখী হওয়ায় হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যায়। বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকলেও সন্ধ্যা গড়াতেই তা ভয়াবহ আকার ধারণ করে। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরন্তর কাজ করছে বলেও দাবি করেন তিনি ।
আরিফ উর রহমান টগর/জেডএ