গাইবান্ধায় শতাধিক জমিতে চাষ হচ্ছে স্ট্রবেরি
মাত্র দু’ বছর আগে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে দু’বছর আগে তিন বিঘা জমিতে স্ট্রবেরির চাষ শুরু হয়েছিল। এখন ওই উপজেলার চারটি গ্রামে শতাধিক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা।
স্ট্রবেরী চাষকে কেন্দ্র করে গ্রামগুলোর পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক কৃষক এখন স্ট্রবেরি চাষের ঝুকে পড়ছেন।
সংবাদপত্রে স্ট্রবেরি চাষের কথা জানতে পারেন কৃষক মোখলেছুর রহমান বিপ্লব। দু’বছর আগে তার ৩ বিঘা জমিতে প্রথম স্ট্রবেরির চাষ শুরু করেছিলেন। গাজীপুর জেলার কাপাসিয়া থেকে ৭’শ ২৫ টি স্ট্রবেরির চারা নিয়ে এসে স্ট্রবেরির চাষ শুরু করেন মোখলেছ । এতে তার ব্যয় হয় ১ লাখ ২০ হাজার টাকা। যা বিক্রি করে তিনি আয় করেন প্রায় ২০ লাখ টাকা। এমন সফলতায় ঈর্ষাণ্বিত হয়ে এখন অনেক কৃষকই স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন।
কৃষক বিপ্লব জানান, স্ট্রবেরী উৎপাদিত হওয়ার পর সপ্তাহে দু’দিন ট্রাকে করে তিনি স্ট্রবেরি ঢাকার কারওয়ান বাজারে সরবরাহ করেন। সময় বিশেষে স্ট্রবেরি প্রতি কেজি পাঁচশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরেও বিক্রি করছেন তিনি। স্ট্রবেরি চারা থেকেই জন্ম নেয় নতুন চারা। ফলে নতুন করে কোন চারা কিনতে হয় না বলে তিনি জানান।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, এ কাজে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আওতাধীন কৃষকদের অর্থনৈতিকসহ নানা সহযোগিতা দিচ্ছেন। তবে অন্য কৃষকরা যদি ব্যাংক ঋনের চেষ্টা করেন তবে তাদের ঋন গ্রহণে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি জানান।
এসএইচএ/আরআইপি