পাবনায় আ.লীগের রেজাউল নির্বাচিত


প্রকাশিত: ১১:২১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

পাবনা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় প্রার্থী রেজাউল রহিম লাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬৬১ ভোট। তার নিকটতম জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামিল হোসেন পেয়েছেন ৩০৮ ভোট এবং জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া পেয়েছেন ১২৭ ভোট।

নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।