কলারোয়ায় বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার হিজলদি বিজিবি ক্যাম্পের আওতাধীন সুলতানপুর সীমান্তে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। আড়াই ঘণ্টার এ বৈঠকে কলারোয়া সীমান্তের সুলতানপুর জিরো লাইন থেকে গোয়ালপাড়া পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধা তুলে নিয়ে এক সমাঝোতা স্বাক্ষর করা হয়।

এছাড়াও আলোচনা হয় বৈঠকে নারী-শিশু পাচার, চোরাচালান ও মাদক প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন, ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, মাদরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম, হিজলদি বিওপির নায়েক সুবেদার কবির আহমেদসহ সাত সদস্যের প্রতিনিধিদল।

Satkhira

অপরদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল শ্রী নরেন্দ্র শিং, উপ-অধিনায়ক শ্রী একে গুলেরিয়াসহ ভারতীয় ছয় সদস্যের প্রতিনিধিদল।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন (পিএসসি) জানান, শন্তিপূর্ণ বৈঠকে সীমান্তে দীর্ঘ দুই বছরের বিরোধ মিটিয়ে পাকা রাস্তা নির্মাণে সমাঝোতা স্বাক্ষরসহ দুই দেশের চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার রোধে বিজিবি-বিএসএফ’র যৌথ টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্তে উষ্কানিমূলক গুলি ছোড়া যে কোনো প্রকার অঘটন ঘটলে দুই পক্ষই আলোচনা করে তা সমাধান করার বিষয়ে এক মত পোষণ করা হয়।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।