লক্ষ্মীপুরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনকে স্মরণ
লক্ষ্মীপুরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় দৈনিক মেঘনারপাড় পত্রিকা কার্যালয়ে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ। দৈনিক ইত্তেফাকের লক্ষ্মীপুর প্রতিনিধি আবদুল মালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, দৈনিক খবরের প্রতিনিধি ইসমাইল হোসেন জবু, দৈনিক কালের কণ্ঠ ও জাগো নিউজের প্রতিনিধি কাজল কায়েস।
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির জহিরুল ইসলাম শিবলু, জেটিভি অনলাইনের প্রতিনিধি রুবেল হোসেন, দৈনিক বণিকবার্তার রাকিব হোসেন রনি,লক্ষীপুর টাইমসের নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন রাফি, নিউজ জি’র মো. হাসান, রাইজিংবিডির পলাশ সাহা, দৈনিক মেঘনারপাড়ের স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল মামুন ও সুমন দাসসহ স্থানীয় কয়েকজন সংবাদকর্মী।
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দিনের সোনালী সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কাজল কায়েস/এমআরএম