লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চরমোহনা ইউনিয়নের মিতালী বাজার এলাকার বিগমসীল গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত রুহুল আমিনের (৩৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে গণপিটুনি দিয়ে রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় পুলিশে দেয় জনতা।

নিহত রুহুল আমিন উপজেলার চরলক্ষ্মী গ্রামের এরশাদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় ৩টি ডাকাতি মামলা হয়েছে।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী শরিফ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার বসতঘরের দরজা ভেঙে একদল ডাকাত ঘরে হানা দেয়। ডাকাতেরা তাকে পিটিয়ে আহত করে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে।

এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত রুহুল আমিনকে ধরে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ডাকাত রুহুল আমিনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।