পুলিশ দেখে পালানোর সময় পানিতে পড়ে আসামির মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

চৌমুহনীতে পুলিশ দেখে পালানোর সময় ডোবায় পড়ে খোকন ওরফে কালা খোকন ওরফে ফেন্সি খোকন (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌঁনে ৯টার সময় চৌমুহনী পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।

খোকন চৌমুহনী পৌর এলাকার করিমপুরের আমিনাগো বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজেদুর রহমান সাজেদ জাগো নিউজকে জানান, রাত পৌনে ৯টায় খোকনসহ আরো তিনজন ওই রোডের পাশে মাদক বিক্রি করছিলো। ওসি (তদন্ত) জসিম উদ্দিন ও সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম মোটর সাইকেল নিয়ে ওই রোড দিয়ে আসার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের মধ্যে দুইজন পালিয়ে যায় এবং খোকন পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। পুলিশ সে পথ দিয়ে চলে আসার কিছুক্ষণ পর খবর আসে খোকনের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

মিজানুর রহমান/এএইচ/এমঅারএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।