বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মডেল


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

সারাদেশে একযোগে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সোমবার বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকড়া ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। যেন কোনো অপশক্তি সাতক্ষীরার মাটিকে পুনরায় আর রক্তাক্ত করতে না পারে। শুধু লেখাপড়া করলে হবে না। খেলাধুলায়ও মনোযোগী হয়ে পারদর্শী হতে হবে।  

শোভনালি ইউপি চেয়ারম্যান স.ম মোনায়েম হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আশাশুনি থানা পুলিশের ওসি গোলাম রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালীম, শেখ মিয়ারাজ আলী, দীপঙ্কর কুমার দীপ, মোজাম্মেল হোসেন, সামছুর রহমান, জেলা পরিষদ সদস্য আছাফুর রহমান সেলিম, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, আশাশুনি পূজা উদযাপন কমিটির সভাপতি নীল কন্ঠ সোম প্রমুখ।

খেলায় গাজীর হাট ফুটবল একাদশ তালা উপজেলা ফুটবল একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।