গাইবান্ধায় টেম্পু-ট্রলি সংঘর্ষে নিহত ১: আহত ৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহি টেম্পু ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে শাকিল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে এমএ সামাদ কারিগরি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সৌর মসজিদ এলাকার রানু মিয়ার ছেলে।
আহতরা হলেন, পলাশবাড়ি উপজেলার কালুগাড়ী গ্রামের কালাম মিয়া (৪২), কাশিয়াবাড়ী গ্রামের জোবেদ আলী (৪০), নূরপুর গ্রামের কোহিনুর বেগম (৪৫) ও জোবেদা বেগম (৬৫)।
স্থানীয়রা জানান, টেম্পুতে করে পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ীতে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তারা। রাতে সেখান থেকে ফেরার পথে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে এমএ সামাদ কারিগরি কলেজ এলাকায় পৌছলে বিপরীতমুখী বালু বোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমজেড/আরআইপি