ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে নিমাই চন্দ্র শীল নামে এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে লক্ষীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নিমাই চন্দ্র শীল সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার ও আদালত সূত্র জানায়, মাদকাসক্ত নিমাই চন্দ্র শীল দীর্ঘদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত বছরের ২০ মে রাতে ধর্ষণ করেন।

এছাড়া নিমাই তার ছেলের বউকেও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে নিমাই বাড়ি থেকে পালিয়ে যান।

গত বছরের ৩ আগস্ট ধর্ষিতা মেয়ে বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে নিমাই চন্দ্র শীলের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।