সুন্দরবনে মাছ ধরার সময় ৪ জেলে আটক


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় নদীতে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। বুধবার সকালে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার কাঞ্চন ফকিরের ছেলে বেলাল, আব্দুর রশিদ ফকিরের ছেলে কাঞ্চন, ইদ্রিস ফকিরের ছেলে সহিদুল, ইউসুফ।

বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। তিনজনের বয়স কম থাকায় বিশেষ বিবেচনায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।