ঈশ্বরদীতে ট্রাক-ট্রলি সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ঈশ্বরদী উপজেলার জয়নগর বিশ্বরোড মোড়ে ট্রাক ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে পুলিশের এসআই কাজী খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, সবজি বহনকারী ট্রাক ও ইটবোঝাই পাওয়ার ট্রলি জয়নগরের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আল-আমিন (২২) নিহত হন। সেই সঙ্গে মিরপুর-কুষ্টিয়া ঈশ্বরদী হাসপাতালে আনার পর একই এলাকার অপর আল-আমিনকে (৫০) মৃত ঘোষণা করা হয়।
 
এছাড়া ভেড়ামারার বিশু মালিথা (৩৮) ও হাসান (৪০) গুরুতর আহত হয়ে ঈশ্বরদী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকশী হাইওয়ে পুলিশের এসআই কাজী খোরশেদ আলম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।